কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫১৭০
আন্তর্জাতিক নং: ৫১৭০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
সোনার আংটি
৫১৬৯. আব্দুর রহমান ইবনে ইবরাহীম দুহায়ম (রাহঃ) ......... মালিক ইবনে উমায়র (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা’সা’আ ইবনে সুহান (রাহঃ) আলী (রাযিঃ)-এর নিকট এসে বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আপনাকে যে সকল বস্তু হতে নিষেধ করেছেন, আপনি আমাদের সে সকল বস্তু হতে নিষেধ করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন, দুব্বা, হান্তাম ও নাকীর* নামক পাত্র ব্যবহার করতে, যব এবং গমের শরাব পান করতে এবং সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল গদী ব্যবহার করতে।

* নাকীরঃ কাঠের তৈরী পাত্রবিশেষ। জাহিলী যুগে এসব পাত্রে মদ তৈরী করা হত বিধায় মদ হারাম করার সময় এগুলোর ব্যবহারও হারাম করা হয়েছিল। পরে অবশ্য এগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
كتاب الزينة
خَاتَمُ الذَّهَبِ
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ دُحَيْمٌ قَالَ حَدَّثَنَا مَرْوَانُ هُوَ ابْنُ مُعَاوِيَةَ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ هُوَ ابْنُ سُمَيْعٍ الْحَنَفِيُّ عَنْ مَالِكِ بْنِ عُمَيْرٍ قَالَ جَاءَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ إِلَى عَلِيٍّ فَقَالَ انْهَنَا عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْجِعَةِ وَنَهَانَا عَنْ حَلْقَةِ الذَّهَبِ وَلُبْسِ الْحَرِيرِ وَلُبْسِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান