আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪২- সাক্ষ্যপ্রদানের অধ্যায়
হাদীস নং: ২৪৮০
আন্তর্জাতিক নং: ২৬৫৬
- সাক্ষ্যপ্রদানের অধ্যায়
১৬৫২. অন্ধের সাক্ষ্যদান।
২৪৮০। মালিক ইবনে ইসমাঈন (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, বিলাল (রাযিঃ) রাত থাকতেই আযান* দিয়ে থাকে। সুতরাং ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) আযান দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পার। অথবা তিনি বলেন, ইবনে উম্মে মাকতুমের আযান শোনা পর্যন্ত। ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) অন্ধ ছিলেন, ফলে ভোর হয়ে যাচ্ছে, লোকেরা একথা তাকে না বলা পর্যন্ত তিনি আযান দিতেন না।
*এটা ছিলো তাহাজ্জুদের আযান। ফজর উদয় হলে ইবনে উম্মু মাকতুম (রা.) দ্বিতীয়বার আযান দিতেন।
*এটা ছিলো তাহাজ্জুদের আযান। ফজর উদয় হলে ইবনে উম্মু মাকতুম (রা.) দ্বিতীয়বার আযান দিতেন।
كتاب الشهادات
بَابُ شَهَادَةِ الأَعْمَى،
2656 - حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ - أَوْ قَالَ حَتَّى تَسْمَعُوا أَذَانَ - ابْنِ أُمِّ مَكْتُومٍ» وَكَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى، لاَ يُؤَذِّنُ حَتَّى يَقُولَ لَهُ النَّاسُ: أَصْبَحْتَ