কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৩১১
আন্তর্জাতিক নং: ৩১১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা এবং ইস্তিনজা করা অনুচিত
৩১১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'উকবা ইবন সুবহান (রাহঃ) বলেন, আমি 'উসমান ইবন 'আফফান (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমি কখনো গান গাইনি, মিথ্যা কথাও বলিনি এবং আমি ডান হাতে আমার জননেন্ত্রীয় স্পর্শ করিনি যখন থেকে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে বা'য়আত গ্রহণ করেছি।
أبواب الطهارة وسننها
بَاب كَرَاهِيَةِ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ وَالِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الصَّلْتُ بْنُ دِينَارٍ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ مَا تَغَنَّيْتُ وَلاَ تَمَنَّيْتُ وَلاَ مَسِسْتُ ذَكَرِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মারাত্মক কোন ওযর ব্যতীত ডান হাত দিয়ে পানি ব্যবহার করবে না। আর মারাত্মক কোন ওযর ব্যতীত ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শও করবে না। আর এটাই হানাফী মাযহাবের মত। (হিদায়া: ১/৩৯, আলমগিরী: ১/৪৯, ৫০)
বর্ণনাকারী: