কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৩২৮
আন্তর্জাতিক নং: ৩২৮
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
চলাচলের পথে পেশাব-পায়খানা করা নিষিদ্ধ
৩২৮। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) ............. আবু সা'য়ীদ হিময়ারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু'আয ইবন জাবাল (রাযিঃ) একটি হাদীস বর্ণনা করতেন, যা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ শুনেন নি। আর অন্যান্যরা যা শুনেছেন, তা থেকে তিনি নীরব থাকতেন। অতঃপর আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ)-এর কাছে তাঁর বর্ণিত হাদীসখানি পৌঁছে। তখন তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এ হাদীস বলতে শুনি নাই। আমার আশংকা যে, সম্ভবত মু'আয (রাযিঃ) পায়খানা-পেশাবের ব্যাপারে তোমাদের ফিতনায় ফেলবে। এ খবর মু'আয (রাযিঃ)-এর কাছে পৌঁছলে তিনি 'আব্দুল্লাহ্ ইবন 'আমরের সঙ্গে দেখা করেন। তখন মু'আয (রাযিঃ) বললেনঃ হে 'আব্দুল্লাহ্ ইবন 'আমর! কোন হাদীস সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর মিথ্যা আরোপ করা নিফাক এবং তার গুনাহ বর্ণনাকারীর উপর বর্তাবে। অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা তিনটি অভিশপ্ত জিনিস থেকে বিরত থাক। (তা হচ্ছে) প্রবাহিত পানি, ছায়াদার বৃক্ষ ও লোক চলাচলের পথে পেশাব-পায়খানা করা।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ الْخَلَاءِ عَلَى قَارِعَةِ الطَّرِيقِ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَتَحَدَّثُ بِمَا لَمْ يَسْمَعْ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَيَسْكُتُ عَمَّا سَمِعُوا فَبَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو مَا يَتَحَدَّثُ بِهِ فَقَالَ وَاللَّهِ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ هَذَا وَأَوْشَكَ مُعَاذٌ أَنْ يَفْتِنَكُمْ فِي الْخَلاَءِ . فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَلَقِيَهُ فَقَالَ مُعَاذٌ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنَّ التَّكْذِيبَ بِحَدِيثٍ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نِفَاقٌ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " اتَّقُوا الْمَلاَعِنَ الثَّلاَثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَالظِّلِّ وَقَارِعَةِ الطَّرِيقِ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, চলাচলের পথে বা মানুষের বিশ্রামের ছায়ায় ইস্তিঞ্জা করা মাকরূহ। (আলমগিরী: ১/৫০) এখানে উদাহরণ হিসেবে দুটি ক্ষেত্রের কথা উলেস্নখ করা হয়েছে। প্রকৃত অর্থে মানুষের প্রয়োজনে সচরাচার ব্যবহৃত হয় এমন যে কোন জায়গায় পেশাব-পায়খানা করা নিষেধ। কেননা এটা মানুষের কষ্টের কারণ হয়।