কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৩৩৫
আন্তর্জাতিক নং: ৩৩৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পায়খানা-পেশাবের জন্য দূরে জঙ্গলে যাওয়া
৩৩৫। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফরে বের হলাম। রাসূলুল্লাহ (ﷺ) প্রাকৃতিক প্রয়োজন সারতে এতটা দূরে যেতেন যে, তাঁকে দেখা যেত না।
أبواب الطهارة وسننها
بَاب التَّبَاعُدِ لِلْبَرَازِ فِي الْفَضَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يَأْتِي الْبَرَازَ حَتَّى يَتَغَيَّبَ فَلاَ يُرَى .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইসিত্মঞ্জা আড়ালে করতে হবে। অনুরূপ হাদীস হযরত ইবনে মাসউদ রা. থেকেও হাসান সনদে বর্ণিত হয়েছে। (মু’জামে তবারানী আওছাত-৯১৮৯) এ ছাড়াও আবু দাউদ শরীফ-২২ নং হাদীসে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুলস্নাহ স. একটি ঢাল দ্বারা আড়াল করে পেশাব করেছেন।