কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৪৪৮
আন্তর্জাতিক নং: ৪৪৮
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
আঙ্গুল খেলাল করা
৪৪৮। আবু বকর ইবন শায়বা (রাহঃ) …… লাকীত ইবন সাবিরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা পূর্ণরূপে উযু করবে এবং আঙ্গুলসমূহের মাঝখানে খেলাল করবে।
أبواب الطهارة وسننها
بَاب تَخْلِيلِ الْأَصَابِعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الأَصَابِعِ " .
হাদীসের ব্যাখ্যা:
হাত ও পায়ের আঙ্গুল খিলাল করার পদ্ধতি হলো- বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি দ্বারা ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে রগড়াবে যেন কোথাও শুষ্ক থাকতে না পারে। আঙ্গুল খিলালের আরো একটি পদ্ধতি হলো- ডান হাতের সব আঙ্গুল একযোগে বাম হাতের সব আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া দিবে যেন শুষ্ক না থাকে । (শামী: ১/১১৭, মাআরিফুস্ সুনান-১/১৮৪)
বর্ণনাকারী: