কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৪৭১
আন্তর্জাতিক নং: ৪৭১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পিতলের পাত্রে উযূ করা
৪৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... নবী (ﷺ)-এর সাহাবী 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। এ সময় আমরা একটি পিতলের পাত্রে তাঁর জন্য উযূর পানি পেশ করি। তখন তিনি তা দিয়ে উযূ করেন।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ بِالصُّفْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ الْمَاجِشُونِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، صَاحِبِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ بِهِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবন যায়দ রাযি. জানাচ্ছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গিয়েছিলেন। তিনি সেখানে একটি পিতলের পাত্রে ওযূও করেছিলেন। এটা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং সাহাবীদের প্রতি ভালোবাসার নিদর্শন। তিনি সাধারণ-বিশিষ্ট নির্বিশেষে যে-কোনও সাহাবীর বাড়িতে যেতেন। সেখানে খাওয়া-দাওয়া করতেন, বিশ্রাম নিতেন ও নামায পড়তেন। এটা একটা শিক্ষা। বড় বলে ছোটকে হেলা করতে নেই। সাধারণ ব্যক্তিরও দাওয়াত কবুল করতে কুণ্ঠাবোধ করতে নেই। বরং বড় ও নেতৃপর্যায়ের ব্যক্তির নিজেরই আমসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে হাজির হওয়া উচিত। এতে করে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি জন্ম নেয়। আল্লাহ তা'আলার কাছে নিঃস্বার্থ ভালোবাসার অনেক মর্যাদা।
হাদীছটি দ্বারা প্রমাণিত হয় যে, পিতলের পাত্র ব্যবহার করা জায়েয।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. সাধারণ-বিশিষ্ট নির্বিশেষে কোনও ভক্ত-অনুরক্তের বাড়িতে যেতে কুণ্ঠাবোধ করতে নেই।

খ. ওযূসহ যে-কোনও প্রয়োজনে পিতলের পাত্র ব্যবহার করা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৪৭১ | মুসলিম বাংলা