কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫৩১
আন্তর্জাতিক নং: ৫৩১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করার বর্ণনা
৫৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। ইবরাহীম ইবন 'আব্দুর রহমান ইবন 'আওফ (রাহঃ)-এর উম্মু ওলাদ উম্মে সালামা (রাযিঃ)-কে বললেনঃ আমি তো একজন এমন মহিলা, আমি আমার আঁচল লম্বা করে দেই এবং আমি অপবিত্র স্থানে যাতায়াত করি। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর অপরাংশ একে পবিত্র করে দেয়।
أبواب الطهارة وسننها
بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أُمِّ وَلَدٍ، لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي فَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُطَهِّرُهُ مَا بَعْدَهُ ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৫৩১ | মুসলিম বাংলা