কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫৪৩
আন্তর্জাতিক নং: ৫৪৩
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উভয় মোজার উপর মাসেহ করার প্রসঙ্গে
৫৪৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... হাম্মাম ইবন হারিস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জারীর ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) পেশাব করে উযূ করলেন এবং তাঁর উভয় মোজার উপর মাসেহ করলেন, তখন তাঁকে বলা হলোঃ আপনিও কি এরূপ করেন? তিনি বললেনঃ আমাকে কোন জিনিস তা থেকে বিরত রাখবে? কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।
ইবরাহীম (রাহঃ) বলেনঃ জারীর বর্ণিত হাদীস শুনে লোকেরা তাজ্জব বনে যেত। কেননা সূরা মায়িদা নাযিল হওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا قَالَ وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَفْعَلُهُ ‏.‏ قَالَ إِبْرَاهِيمُ كَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لأَنَّ إِسْلاَمَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)