কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫৫৭
আন্তর্জাতিক নং: ৫৫৭
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
অনির্ধারিত সময়ের জন্য মাসেহ করা প্রসঙ্গে
৫৫৭। হারমালা ইবন ইয়াহইয়া ও 'আমর ইবন সাওয়াদ মিসরী (রাহঃ) ..... উবাই ইবন 'ইমারা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁর ঘরে রাসূলুল্লাহ (ﷺ) উভয় কিবলার দিকে মুখ করে সালাত আদায় করেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বললেনঃ আমি কি উভয় মোজার উপর মাসেহ করবো? তিনি বললেনঃ হ্যাঁ। রাবী বললেনঃ এক দিন? আবার বললেনঃ দুই দিন? আবার বললেনঃ তিন দিন করলে? এমন কি তিনি সাত সংখ্যা পর্যন্ত পৌঁছলেন। রাসলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ যতদিন তোমার মন চায়।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ بِغَيْرِ تَوْقِيتٍ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ أُبَىِّ بْنِ عِمَارَةَ، - وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ صَلَّى فِي بَيْتِهِ الْقِبْلَتَيْنِ كِلْتَيْهِمَا - أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ يَوْمًا قَالَ ‏"‏ وَيَوْمَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ وَثَلاَثًا حَتَّى بَلَغَ سَبْعًا قَالَ لَهُ ‏"‏ وَمَا بَدَا لَكَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৫৫৭ | মুসলিম বাংলা