কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৫৬৫
আন্তর্জাতিক নং: ৫৬৫
 পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
তায়াম্মুমের পরিচ্ছেদসমূহ। 
তায়াম্মুমের কারণ প্রসঙ্গে
তায়াম্মুমের কারণ প্রসঙ্গে
৫৬৫। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)...... 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ)-এর গলার হার পড়ে গেল। তিনি সেটি তালাশ করার জন্য পেছনে রয়ে গেলেন। আবু বকর (রাযিঃ) 'আয়েশা (রাযিঃ)-এর কাছে যান এবং লোকদের যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্য তাঁর উপর রাগান্বিত হন। তখন আল্লাহ্ তা'আলা তায়াম্মুমের অনুমতি সম্পর্কিত আয়াত নাযিল করেন। রাবী বলেনঃ আমরা সেদিন থেকে হাতের কনুই পর্যন্ত মাসেহ আরম্ভ করি। রাবী আরো বলেনঃ এরপর আবু বকর (রাযিঃ) 'আয়েশা (রাযিঃ)-এর কাছে যান এবং বলেনঃ আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী।
أبواب الطهارة وسننها
أبواب التيمم
بَاب مَا جَاءَ فِي التَّيَمُّمِ
بَاب مَا جَاءَ فِي التَّيَمُّمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّهُ قَالَ سَقَطَ عِقْدُ عَائِشَةَ فَتَخَلَّفَتْ لاِلْتِمَاسِهِ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَتَغَيَّظَ عَلَيْهَا فِي حَبْسِهَا النَّاسَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الرُّخْصَةَ فِي التَّيَمُّمِ . قَالَ فَمَسَحْنَا يَوْمَئِذٍ إِلَى الْمَنَاكِبِ . قَالَ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَقَالَ مَا عَلِمْتُ إِنَّكِ لَمُبَارَكَةٌ .
বর্ণনাকারী: