কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭৯৪
আন্তর্জাতিক নং: ৭৯৪
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
জামা'আত থেকে পেছনে থাকার কঠোরতা
৭৯৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .........ইবন 'আব্বাস ও ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে নবী (ﷺ)-কে তাঁর মিম্বরের উপর থেকে বলতে শুনেছেনঃ লোকদের অবশ্যই জামা'আত পরিত্যাগ করা থেকে বিরত থাকা উচিত, নতুবা আল্লাহ্ তাদের অন্তঃকরণে মোহর মেরে দেবেন। এরপর তারা তো গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
أبواب المساجد والجماعات
بَاب التَّغْلِيظِ فِي التَّخَلُّفِ عَنْ الْجَمَاعَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنِ الْحَكَمِ بْنِ مِينَاءَ، أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، وَابْنُ، عُمَرَ أَنَّهُمَا سَمِعَا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَى أَعْوَادِهِ " لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجَمَاعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ " .