কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ৮৪৫
আন্তর্জাতিক নং: ৮৪৫
 নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
ইমামের নীরবতা অবলম্বনের স্থান
৮৪৫। মুহাম্মাদ ইবন খালিদ ইবন খিদাশ ও আলী ইবন হুসায়ন ইবন আশকাব (রাযিঃ) …… হাসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সামুরা (রাযিঃ) বলছেনঃ আমি সালাতে দু'টি সাকতা (নীরবতা অবলম্বনের স্থান) স্মৃতিতে ধরে রেখেছি। একটি কিরআতের আগে এবং অপরটি রুকুর সময়। তখন ‘ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) তা অস্বীকার করেন। তাঁরা মদীনাতে উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর কাছে লিখে পাঠান। তখন তিনি সামুরা (রাযিঃ)-এর কথা সঠিক বলে অভিমত প্রকাশ করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب فِي سَكْتَتَيْ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، وَعَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ إِشْكَابَ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، قَالَ قَالَ سَمُرَةُ حَفِظْتُ سَكْتَتَيْنِ فِي الصَّلاَةِ سَكْتَةً قَبْلَ الْقِرَاءَةِ وَسَكْتَةً عِنْدَ الرُّكُوعِ . فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ فَكَتَبُوا إِلَى الْمَدِينَةِ إِلَى أُبَىِّ بْنِ كَعْبٍ فَصَدَّقَ سَمُرَةَ .
বর্ণনাকারী: