কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮৮০
আন্তর্জাতিক নং: ৮৮০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ....... মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন সিজদা করতেন, তখন তিনি তাঁর দু'হাত এতটা বিস্তার করে রাখতেন, যাতে কোন বকরীর বাচ্চা অনায়াসে দুই হাতের মাঝখান দিয়ে যাতায়াত করতে পারতো।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَصَمِّ، عَنْ عَمِّهِ، يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا سَجَدَ جَافَى يَدَيْهِ فَلَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সিজদায় পেট রান থেকে পৃথক রাখতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৩) এ বিষয়টি আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত আবু হুমায়েদ রা. থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদীসে। সে বর্ণনায় তিনি বলেন, রসূলুল্লাহ স. যখন সিজদা করতেন তখন দুই রান এমনভাবে ফাঁকা রাখতেন যে, পেটের কোন অংশ রানের উপর চাপাতেন না। (আবু দাউদ: ৭৩৫)। তবে নারীদের ক্ষেত্রে মাসআলা ব্যতিক্রম। তারা পেট রানের সঙ্গে মিলিয়ে জড়োসড়ো হয়ে থাকবে। (শামী: ১/৫০৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)