কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১২১৮
আন্তর্জাতিক নং: ১২১৮
 নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালামের পর সাহু সিজদা করা
১২১৮।  আবু বকর ইবন খাল্লাদ (রাহঃ)......'আলকামা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা ইবন মাসউদ (রাযিঃ) সালামের পর দুটো সাহউ সিজদা আদায় করেন এবং তিনি বলেনঃ নবী (ﷺ) এরূপ করেছেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَنْ سَجَدَهُمَا بَعْدَ السَّلَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَذَكَرَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَعَلَ ذَلِكَ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে সিজদায়ে সাহু করতে হবে সালামের পরে। অনুরূপ হাদীস মুসলিম শরীফ: ১১৬৮, ১১৭১ ও ১১৭২ নাম্বারে বর্ণিত আছে। হযরত আব্দু্ল্লাহ বিন মাসউদ রা. সহীহ সনদে বর্ণিত অপর একটি হাদীসে আছে যে, রসূলুল্লাহ স. যোহরের নামায পাঁচ রাকাত পড়লেন। তাঁকে বলা হলো নামাযে কি বৃদ্ধি করা হয়েছে? অতঃপর তিনি সালাম ফেরানোর পরে দুটি সিজদা করলেন। ইমাম তিরমিযী রহ. এ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (তিরমিযী: ৩৯২) অনুরূপ আমল সহীহ সনদে আরো বর্ণিত আছে  হযরত আবু হুরায়রা রা. থেকে, (মুসনাদে আহমাদ: ১০৮৮৭) হযরত সা’দ ও হযরত আম্মার রা. থেকে (ইবনে আবী শাইবা: ৪৪৭৬) এবং হযরত আনাস রা. থেকে। (ইবনে আবী শাইবা: ৪৪৭০) 
উপরিউক্ত সহীহ হাদীসসমূহে বর্ণিত রসূলুল্লাহ স. এবং সাহাবায়ে কিরামের আমলের ভিত্তিতে আমরা সালামের পরে সিজদায়ে সাহু করে থাকি। এর বিপরীতে সালামের পূর্বে সিজদায়ে সাহু করার কথাও সহীহ হাদীসে বর্ণিত আছে। সে সব হাদীসের ভিত্তিতে কেউ যদি সালামের পূর্বে সিজদায়ে সাহু করে তাহলেও সিজদায়ে সাহু আদায় হয়ে যাবে।
উপরিউক্ত সহীহ হাদীসসমূহে বর্ণিত রসূলুল্লাহ স. এবং সাহাবায়ে কিরামের আমলের ভিত্তিতে আমরা সালামের পরে সিজদায়ে সাহু করে থাকি। এর বিপরীতে সালামের পূর্বে সিজদায়ে সাহু করার কথাও সহীহ হাদীসে বর্ণিত আছে। সে সব হাদীসের ভিত্তিতে কেউ যদি সালামের পূর্বে সিজদায়ে সাহু করে তাহলেও সিজদায়ে সাহু আদায় হয়ে যাবে।
বর্ণনাকারী: