কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৭৬
আন্তর্জাতিক নং: ১৪৭৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের জন্য বিলাপ করা নিষেধ
১৪৭৬। 'আমর ইবন রাফি' (রাহঃ).... বিলাল ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে বর্ণিত। হুয়ায়ফা (রাযিঃ)-এর কাছে, যখন কেউ মারা যেত, তখন তিনি বলতেনঃ এর সম্পর্কে কাউকে খবর দিয়োনা। কেননা, আমি তার জন্য বিলাপের আশংকা করছি। আমি আমার এ দুই কানে রাসূলুল্লাহ (ﷺ) কে বিলাপ না করার জন্য বলতে শুনেছি।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ النَّعْيِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ حَبِيبِ بْنِ سُلَيْمٍ عَنْ بِلَالِ بْنِ يَحْيَى قَالَ كَانَ حُذَيْفَةُ إِذَا مَاتَ لَهُ الْمَيِّتُ قَالَ لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بِأُذُنَيَّ هَاتَيْنِ يَنْهَى عَنْ النَّعْيِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪৭৬ | মুসলিম বাংলা