কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৪৯
আন্তর্জাতিক নং: ১৫৪৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরস্থানে বসা প্রসঙ্গে
১৫৪৯। আবু কুরায়ব (রাহঃ).... বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে জানাযার উদ্দেশ্যে বের হলাম এবং কবরের কাছে গিয়ে পৌঁছালাম। তখন তিনি বসে পড়লেন, (আমরাও বসে পড়লাম), যেন আমাদের মাথার উপর পাখী বসে আছে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْجُلُوسِ فِي الْمَقَابِرِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ زَاذَانَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ فَجَلَسَ وَجَلَسْنَا كَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান