কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৫৫
আন্তর্জাতিক নং: ১৫৫৫
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
লাহাদ কবর মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
১৫৫৫। ইসমায়ীল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ...... জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাদের জন্য লাহাদ এবং অন্যদের জন্য শাঙ্ক কবর।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي اسْتِحْبَاب اللَّحْدِ
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي الْيَقْظَانِ عَنْ زَاذَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا