কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৯৪
আন্তর্জাতিক নং: ১৫৯৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের জন্য বিলাপ করায় মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া প্রসঙ্গে
১৫৯৪। ইয়াকূব ইব্‌ন হুমায়দ ইব্‌ন কাসিব (রাহঃ)....আবু মুসা আশ্'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। যখন তারা বলেঃ হে আমাদের বাহুদ্বয়, হে আমাদের ভরণ-পোষণের সংস্থানকারী, হে আমাদের সাহায্যকারী, হে আমাদের পরমাত্মীয় ইত্যাদি কথা। তখন তাকে জিজ্ঞাসা করা হয়ঃ তুমি কি এরূপ ছিলে? তুমি কি এরূপ ছিলে?
উসায়দ (রাযিঃ) বলেনঃ তখন আমি বললাম, সুবহানাল্লাহ! আল্লাহ তা'আলা বলেছেনঃ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى অর্থাৎ “কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না।" (৩৫ঃ১৮)। রাবী বলেন, তোমার অমঙ্গল হোক! আমি তোমার কাছে আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস বর্ণনা করেছি। আর তিনি তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তুমি কি মনে কর, আবু মুসা (রাহঃ) নবী (ﷺ) -এর উপর মিথ্যারোপ করেছেন অথবা তুমি কি মনে কর যে, আমি আবু মুসা (রাযিঃ) এর উপর মিথ্যারোপ করছি?
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْمَيِّتِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ حَدَّثَنَا أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ عَنْ مُوسَى بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ إِذَا قَالُوا وَا عَضُدَاهُ وَا كَاسِيَاهُ وَا نَاصِرَاهُ وَا جَبَلَاهُ وَنَحْوَ هَذَا يُتَعْتَعُ وَيُقَالُ أَنْتَ كَذَلِكَ أَنْتَ كَذَلِكَ’ قَالَ أَسِيدٌ فَقُلْتُ سُبْحَانَ اللهِ إِنَّ اللهَ يَقُولُ (وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى) قَالَ وَيْحَكَ أُحَدِّثُكَ أَنَّ أَبَا مُوسَى حَدَّثَنِي عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَتَرَى أَنَّ أَبَا مُوسَى كَذَبَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ تَرَى أَنِّي كَذَبْتُ عَلَى أَبِي مُوسَى.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫৯৪ | মুসলিম বাংলা