কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭২৯
আন্তর্জাতিক নং: ১৭২৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
দশম দিবসে সাওম পালন করা
১৭২৯। হান্নাদ ইবন সাররী (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (জিলহজ্জের) দশম দিবসে কখনো সাওম পালন করতে দেখিনি।
أبواب الصيام
بَاب صِيَامِ الْعَشْرِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَامَ الْعَشْرَ قَطُّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)