কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৩৪
আন্তর্জাতিক নং: ১৭৩৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
আশুরার দিনের সাওম
১৭৩৪। সাহল ইব্ন আবু সাহল (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) মদীনায় আগমন করে ইয়াহুদীদের সাওমরত পান। তিনি জিজ্ঞাসা করেনঃ এ সাওম কিসের? তারা বললোঃ এদিনে আল্লাহ মুসা (আ) কে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউনকে নিমজ্জিত করেছিলেন। তাই, মুসা (আ) এদিনে শোকর স্বরূপ সাওম পালন করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমরা মুসা (আ) এর (অনুসরণের) ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তারপর তিনি এদিনে সাওম পালন করেন এবং (অন্যান্যদের) এদিন সাওম পালনের নির্দেশ দেন।
أبواب الصيام
بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا سَهْلُ بْنِ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صُيَّامًا فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ أَنْجَى اللهُ فِيهِ مُوسَى وَأَغْرَقَ فِيهِ فِرْعَوْنَ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَحْنُ أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ قَالَ يَعْنِي أَهْلَ الْعَرُوضِ حَوْلَ الْمَدِينَةِ