কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৩৭
আন্তর্জাতিক নং: ১৭৩৭
রোযা ও ই'তিকাফের অধ্যায়
আশুরার দিনের সাওম
১৭৩৭। মুহাম্মাদ ইব্ন রুমহ (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আশূরার দিন সম্পর্কে আলোচনা করা হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জাহিলী যুগের লোকেরা এদিনে সাওম পালন করতো। কাজেই তোমাদের যে কেউ এদিন সাওম পালন করতে চায়, সে যেন এদিনের সাওম পালন করে আর যে এটি অপছন্দ করে, সে যেন তা ছেড়ে দেয়।
أبواب الصيام
بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ كَرِهَهُ فَلْيَدَعْهُ