কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৭২
আন্তর্জাতিক নং: ১৭৭২
রোযা ও ই'তিকাফের অধ্যায়
একদিন অথবা একরাত্রির ই'তিকাফ
১৭৭২। ইসহাক ইবন মুসা খাতমী (রাহঃ).... 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগের এক রাতের ই'তিকাফ তার উপর মানত ছিল। তিনি নবী (ﷺ) কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাঁকে ই'তিকাফ করার নির্দেশ দেন।
أبواب الصيام
بَاب فِي اعْتِكَافِ يَوْمٍ أَوْ لَيْلَةٍ
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْخَطْمِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ أَنَّهُ كَانَ عَلَيْهِ نَذْرُ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ يَعْتَكِفُهَا فَسَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يَعْتَكِفَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)