কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৭৪
আন্তর্জাতিক নং: ১৭৭৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ই'তিকাফকারী মসজিদের একটি স্থান নির্ধারণ করে নেবে
১৭৭৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি যখন ই'তিকাফ করতেন, তখন তাঁর জন্য উসতুওয়ানায়ে তাওবা' এর পেছনে তাঁর বিছানা বিছিয়ে দেওয়া হতো, অথবা তাঁর খাট রাখা হতো।
أبواب الصيام
بَاب فِي الْمُعْتَكِفِ يَلْزَمُ مَكَانًا مِنْ الْمَسْجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ عِيسَى بْنِ عُمَرَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ أَوْ يُوضَعُ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أُسْطُوَانَةِ التَّوْبَةِ