কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৮০
আন্তর্জাতিক নং: ১৭৮০
রোযা ও ই'তিকাফের অধ্যায়
মুস্তাহাযা মহিলার ই'তিকাফ করা
১৭৮০। হাসান ইবন মুহাম্মাদ সাব্বাহ (রাহঃ).... ইকরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর জনৈকা স্ত্রী তাঁর সঙ্গে ই'তিকাফ করেন। তখন তিনি লাল ও হলদে বর্ণের রক্ত দেখতে পান। এ কারণে অধিকাংশ সময় তিনি নিজের নীচে ছোট প্লেট পেতে রাখেন।
أبواب الصيام
بَاب فِي الْمُسْتَحَاضَةِ تَعْتَكِفُ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الصَّبَّاحُ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عِكْرِمَةَ قَالَ قَالَتْ عَائِشَةُ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ نِسَائِهِ فَكَانَتْ تَرَى الْحُمْرَةَ وَالصُّفْرَةَ فَرُبَّمَا وَضَعَتْ تَحْتَهَا الطَّسْتَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)