কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৯৩৪
আন্তর্জাতিক নং: ১৯৩৪
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হালালকারী এবং যার জন্য হালাল করা[১] হয় তাদের প্রসঙ্গে
১৯৩৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালালকারী এবং যার জন্য হালাল করা হয়, উভয়কে লা'নত করেছেন।

[১] তিন তালাক প্রাপ্ত মহিলাকে, তার তালাকদাতা স্বামীর জন্য হালাল হওয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি তাকে বিয়ে করে, তাকে মুহাল্‌লিল (হালালকারী) বলা হয়। আর যার জন্য হালাল হওয়ার উদ্দেশ্যে এ ধরনের বিয়ে সম্পাদিত হয়। তাকে মুহাল্লাল-লাহু বলা হয়।
أبواب النكاح
بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৯৩৪ | মুসলিম বাংলা