কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১১. শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২০৯৭
আন্তর্জাতিক নং: ২০৯৭
শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা নিষেধ
২০৯৭। 'আলী ইবন মুহাম্মাদ ও হাসান ইবন আলী খাল্লাল (রাহঃ).... সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একবার লা'ত ও উযযার নামে কসম করেছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি এই বাক্যটি পাঠ করে নাওঃ اَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ পরে তিনবার বাম দিকে থুথু নিক্ষেপ কর ও শয়তান থেকে আশ্রয় চাও। আর কখনো এরূপ করবে না।
أبواب الكفارات
بَاب النَّهْيِ أَنْ يُحْلَفَ بِغَيْرِ اللهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ حَلَفْتُ بِاللاَّتِ وَالْعُزَّى فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ثُمَّ انْفُثْ عَنْ يَسَارِكَ ثَلاَثًا وَتَعَوَّذْ وَلاَ تَعُدْ " .