কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়

হাদীস নং: ২২৪৯
আন্তর্জাতিক নং: ২২৪৯
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
বন্দীদেরকে পৃথক রাখা নিষেধ
২২৪৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দু'টি গোলাম দান করেন, যারা ছিল পরস্পর ভাই। আমি তাদের একজনকে বিক্রি করে দেই। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করেনঃ তুমি গোলাম দু'টি কি করেছ? আমি বললামঃ আমি তাদের একজনকে বিক্রি করে দিয়েছি। তিনি বলেন, তাকে ফিরিয়ে আন।
أبواب التجارات
بَاب النَّهْيِ عَنْ التَّفْرِيقِ بَيْنَ السَّبْيِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ حَمَّادٍ، أَنْبَأَنَا الْحَجَّاجُ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ وَهَبَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غُلاَمَيْنِ أَخَوَيْنِ فَبِعْتُ أَحَدَهُمَا فَقَالَ ‏"‏ مَا فَعَلَ الْغُلاَمَانِ ‏"‏ ‏.‏ قُلْتُ بِعْتُ أَحَدَهُمَا قَالَ ‏"‏ رُدَّهُ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান