কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ২৩৩২
আন্তর্জাতিক নং: ২৩৩২
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
চতুষ্পদ জন্তু কিছু বিনষ্ট করলে তার হুকুম
২৩৩২। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)....ইবন মুহায়্যিসা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারা’ (ইবন আযিব রা)-এর একটি দুষ্ট উটনী ছিল। উটনীটি এক কওমের বাগানে ঢুকে তা বিনষ্ট করে ফেলে। বাগানের মালিক রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এ বিষয়টি জানালে তিনি ফয়সালা দেন যে, দিনের বেলা সম্পদের হিফাজাত করার দায়িত্ব তার মালিকের ওপর; (তাই দিনে ক্ষেত বিনষ্ট করলে তার জন্য জন্তুর মালিক দায়ী থাকবে না) আর জন্তু রাতে যে ক্ষতি করবে, তা জন্তুর মালিকের ওপর বর্তাবে।

হাসান ইবন আলী ইবন 'আফ্ফান (রাহঃ)....বারা' ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার বারা' পরিবারের একটি উটনী কিছু শস্য নষ্ট করে ফেলে। তখন রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ ফয়সালা দেন।
أبواب الأحكام
بَاب الْحُكْمِ فِيمَا أَفْسَدَتْ الْمَوَاشِي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ ابْنَ مُحَيِّصَةَ الأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ كَانَتْ ضَارِيَةً دَخَلَتْ فِي حَائِطِ قَوْمٍ فَأَفْسَدَتْ فِيهِ فَكُلِّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقَضَى أَنَّ حِفْظَ الأَمْوَالِ عَلَى أَهْلِهَا بِالنَّهَارِ وَعَلَى أَهْلِ الْمَوَاشِي مَا أَصَابَتْ مَوَاشِيهِمْ بِاللَّيْلِ ‏.‏
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَرَامِ بْنِ مُحَيِّصَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ نَاقَةً، لآلِ الْبَرَاءِ أَفْسَدَتْ شَيْئًا فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৩৩২ | মুসলিম বাংলা