কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ২৩৪২
আন্তর্জাতিক নং: ২৩৪২
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
নিজের যমীতে এমন কিছু তৈরী করা, যাতে প্রতিবেশীর ক্ষতি হয়
২৩৪২। মুহাম্মাদ ইবন রুম্হ (রাহঃ)....আবু সিরমা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে অপরের প্রতি কঠোর আচরণ করবে, আল্লাহও তার প্রতি কঠোর আচরণ করবেন।
أبواب الأحكام
بَاب مَنْ بَنَى فِي حَقِّهِ مَا يَضُرُّ بِجَارِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ لُؤْلُؤَةَ، عَنْ أَبِي صِرْمَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ " .
বর্ণনাকারী: