কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ২৩৫১
আন্তর্জাতিক নং: ২৩৫১
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
শিশু পিতা-মাতার মধ্যে যার সাথে ইচ্ছা থাকতে পারবে
২৩৫১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি শিশুকে তার পিতা এবং মাতার মধ্যে (যাকে ইচ্ছা গ্রহণ করার) এখতিয়ার দিয়ে বলেছিলেনঃ হে বৎস! এ হলো তোমার মা এবং এ হলো তোমার বাপ।
أبواب الأحكام
بَاب تَخْيِيرِ الصَّبِيِّ بَيْنَ أَبَوَيْهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَيَّرَ غُلاَمًا بَيْنَ أَبِيهِ وَأُمِّهِ وَقَالَ " يَا غُلاَمُ هَذِهِ أُمُّكَ وَهَذَا أَبُوكَ " .