কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৮. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত

হাদীস নং: ২৫১৪
আন্তর্জাতিক নং: ২৫১৪
কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত
মুদাব্বার প্রসঙ্গে
২৫১৪। 'উছমান ইবন আবু শায়বা (রাহঃ) ....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ মুদাব্বার (মৃতের) এক তৃতীয়াংশ সম্পদ থেকে আযাদ হবে।
ইমাম ইবন মাজা (রাহঃ) বলেন, আমি 'উছমান অর্থাৎ ইবন আবু শায়বা (রাহঃ) কে বলতে শুনেছি যে, মুদাব্বার এক তৃতীয়াংশ সম্পদ থেকে আযাদ হবে–এ হাদীসটি ভুল।
আবু 'আব্দুল্লাহ– ইবনে মাজা (রাহঃ) বলেন যে, এর কোন ভিত্তি নেই।
أبواب اللقطة وأبواب العتق
بَاب الْمُدَبَّرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ظَبْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُ عُثْمَانَ - يَعْنِي ابْنَ أَبِي شَيْبَةَ - يَقُولُ هَذَا خَطَأٌ يَعْنِي حَدِيثَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ لَهُ أَصْلٌ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান