কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ২৫৫১
আন্তর্জাতিক নং: ২৫৫১
শরীআতের দন্ড বিধি অধ্যায়
স্ত্রীর বাঁদীর সাথে যিনা করলে
২৫৫১। হুমায়দ ইবন মাসআদা (রাহঃ).... হাবীব ইবন সালিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নুমান ইবন বাশীর (রাযিঃ) এর কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, যে তার স্ত্রীর বাঁদীর সাথে যিনা করছিল। তিনি বললেনঃ আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) -এর ফয়সালার অনুরূপ ফয়সালা করে দেব। তিনি বললেনঃ যদি তার স্ত্রী বাদীকে তার জন্য হালাল করে দিয়ে থাকে, তবে এ যিনাকারীকে একশ বেত্রাঘাত করবো। আর যদি তার স্ত্রী তাকে অনুমতি না দিয়ে থাকে, তবে তাকে আমি রজম করব।
أبواب الحدود
بَاب مَنْ وَقَعَ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، أَنْبَأَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، قَالَ أُتِيَ النُّعْمَانُ بْنُ بَشِيرٍ بِرَجُلٍ غَشَى جَارِيَةَ امْرَأَتِهِ فَقَالَ لاَ أَقْضِي فِيهَا إِلاَّ بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ إِنْ كَانَتْ أَحَلَّتْهَا لَهُ جَلَدْتُهُ مِائَةً وَإِنْ لَمْ تَكُنْ أَذِنَتْ لَهُ رَجَمْتُهُ .