কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ২৫৬৭
আন্তর্জাতিক নং: ২৫৬৭
শরীআতের দন্ড বিধি অধ্যায়
কযফ'[১] -এর হ্দ
২৫৬৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আমার পবিত্রতা প্রমাণ করে আয়াত নাযিল হল, তখন রাসুলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর দাঁড়িয়ে এর উল্লেখ করলেন এবং কুরআন (সেই আয়াত) তিলাওয়াত করলেন। অতঃপর মিম্বর থেকে দুইজন পুরুষ ও একজন মহিলাকে শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন। তাদেরকে সে শাস্তি দেওয়া হল।

[১] কারো বিরুদ্ধে যিনার অভিযোগ এনে তা প্রমাণ করতে না পারলে যে শাস্তি দেওয়া হয়, তাকেই বলে কাফের শাস্তি। এ শাস্তি হল আশিটি বেত্রাঘাত।
أبواب الحدود
بَاب حَدِّ الْقَذْفِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا نَزَلَ عُذْرِي قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ ذَلِكَ وَتَلاَ الْقُرْآنَ فَلَمَّا نَزَلَ أَمَرَ بِرَجُلَيْنِ وَامْرَأَةٍ فَضُرِبُوا حَدَّهُمْ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৫৬৭ | মুসলিম বাংলা