কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৭১
আন্তর্জাতিক নং: ২৬৭১
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
একজনের আর একজনের উপর বর্তাবে না
২৬৭১। 'আমর ইবন রাফি' (রাযিঃ)....খাশখাশ্ আমবারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে এলাম, আর এ সময় আমার সাথে আমার ছেলে ছিল। তিনি বললেনঃ তোমার অপরাধ তার উপর বর্তাবে না। আর না তার অপরাধ তোমার উপর।
أبواب الديات
بَاب لَا يَجْنِي أَحَدٌ عَلَى أَحَدٍ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ، عَنْ حُصَيْنِ بْنِ أَبِي الْحُرِّ، عَنِ الْخَشْخَاشِ الْعَنْبَرِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَعِي ابْنِي فَقَالَ ‏ "‏ لاَ تَجْنِي عَلَيْهِ وَلاَ يَجْنِي عَلَيْكَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৭১ | মুসলিম বাংলা