আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৮৩০
আন্তর্জাতিক নং: ৩০৪৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১৯১০. বন্দীকে হত্যা করা এবং হাত পা বেঁধে হত্যা করা
২৮৩০। ইসমাঈল (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (ﷺ) মাথায় শিরস্ত্রান পরিহিত অবস্থায় (মক্কায়) প্রবেশ করেন। যখন তিনি তা খুলে ফেললেন, এক ব্যক্তি এসে বলল, ইবনে খাতাল কা‘বার পর্দা ধরে জড়িয়ে আছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘তাকে হত্যা কর।’
كتاب الجهاد والسير
باب قَتْلِ الأَسِيرِ وَقَتْلِ الصَّبْرِ
3044 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ: «اقْتُلُوهُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)