কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৫৫৮
আন্তর্জাতিক নং: ৩৫৫৮
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
নতুন কাপড় পরার দু'আ
৩৫৫৮। হোসাইন ইব্‌ন মাহদী (রাহঃ)....... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) উমারের গায়ে একটা সাদা জামা দেখতে পেয়ে বললেনঃ তোমার এ কাপড় ধোয়া না নতুন ? তিনি বললেনঃ না বরং ধোয়া। তখন তিনি বলেনঃ নতুন কাপড় পর, প্রশংসিত জীবন যাপন কর এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর। সমাজ
كتاب اللباس
بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيدًا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى عَلَى عُمَرَ قَمِيصًا أَبْيَضَ فَقَالَ ‏"‏ ثَوْبُكَ هَذَا غَسِيلٌ أَمْ جَدِيدٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ بَلْ غَسِيلٌ ‏.‏ قَالَ ‏"‏ الْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান