কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৮৯৮
আন্তর্জাতিক নং: ৩৮৯৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
মুসলিম ব্যক্তি যে ভাল স্বপ্ন দেখে অথবা তাকে যা দেখান হয়
৩৮৯৮। আলী ইবনে মুহাম্মাদ (রাহঃ)...... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ বাণী لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ "তাদের জন্য রাখছে দুনিয়া ও আখিরাতে সুসংবাদ” সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ ভাল স্বপ্ন, মুসলিম ব্যক্তি যা দেখে অথবা তাকে যা দেখান হয়।
كتاب تعبير الرؤيا
بَاب الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَوْلِ اللَّهِ سُبْحَانَهُ (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ) . قَالَ " هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ " .