কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪৩১৪
আন্তর্জাতিক নং: ৪৩১৪
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
শাফা’আতের আলোচনা
৪৩১৪। ইসমাঈল ইবন আব্দুল্লাহ রাক্কী (রাহঃ).... তুফায়ল ইবন উবাই ইব্ন কা'ব-এর পিতা (রাযিঃ) বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন আমি নবীগণের ইমাম হবো এবং তাদের পক্ষ থেকে খতীব নির্বাচিত হবো, সর্বোপরি তাদের শাফা'আতকারী হবো। এতে কোন গর্ব নেই।
كتاب الزهد
بَاب ذِكْرِ الشَّفَاعَةِ
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَبْدِ اللهِ الرَّقِّيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ كُنْتُ إِمَامَ النَّبِيِّينَ وَخَطِيبَهُمْ وَصَاحِبَ شَفَاعَتِهِمْ غَيْرَ فَخْرٍ
বর্ণনাকারী: