আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৬
আন্তর্জাতিক নং: ১৯৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
ধীর লয়ে আযান দেওয়া।
১৯৬. আব্দ ইবনে হুমায়দ - ইউনুস ইবনে মুহাম্মাদ আব্দুল মুনইম (রাহঃ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আব্দুল মুনইম এর এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে জাবির (রাযিঃ) এর হাদীসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। এই সনদটি মাজহুল বা অজ্ঞাত। আব্দুল মুনইম একজন বসরাবাসী মুহাদ্দিছ।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي التَّرَسُّلِ فِي الأَذَانِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْمُنْعِمِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الْمُنْعِمِ وَهُوَ إِسْنَادٌ مَجْهُولٌ وَعَبْدُ الْمُنْعِمِ شَيْخٌ بَصْرِيٌّ .