আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৮৫
আন্তর্জাতিক নং: ২৮৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
দুই সিজদার মাঝের দুআ।
২৮৫. হাসান ইবনে আলী আল খাল্লাল (রাহঃ) .... কামিল আবুল আলা (রাহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ زَيْدِ بْنِ حُبَابٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَهَكَذَا رُوِيَ عَنْ عَلِيٍّ، . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَرَوْنَ هَذَا جَائِزًا فِي الْمَكْتُوبَةِ وَالتَّطَوُّعِ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ مُرْسَلاً .

হাদীসের ব্যাখ্যা:

২৮৪ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: