আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
হাদীস নং: ৬৩৯
আন্তর্জাতিক নং: ৬৩৯
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
নদী-নালার পানি সিঞ্চনে যা উৎপাদিত হয় তার যাকাত।
৬৩৯. আবু মুসা আল-আনসারী (রাহঃ) .... আবু হুরায়রা থেকে বর্ণিত যে, রাসলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেনঃ বৃষ্টি ও ঝর্ণার পানি দিয়ে যা উৎপাদিত হয় তাতে হল উশর (দশ ভাগের এক ভাগ) এবং সেচের মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে হল নিসফ উশর (বিশ ভাগের এক ভাগ)।
এই বিষয়ে আনাস ইবনে মালিক, ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি বুকায়র ইবনে আব্দুল্লাহ ইবনে আশাজ্জ এবং সুলাইমান ইবনে ইয়াসার ও বুসর ইবনে সাঈদ (রাহঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে মুরসাল হিসাবে বর্ণিত আছে। এই হাদীসটি অধিকতর সহীহ্। এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত সহীহ হাদীস বর্ণিত আছে। অধিকাংশ ফকীহগণের আমল এই হাদীসের অনুসারে রয়েছে।
এই বিষয়ে আনাস ইবনে মালিক, ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি বুকায়র ইবনে আব্দুল্লাহ ইবনে আশাজ্জ এবং সুলাইমান ইবনে ইয়াসার ও বুসর ইবনে সাঈদ (রাহঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে মুরসাল হিসাবে বর্ণিত আছে। এই হাদীসটি অধিকতর সহীহ্। এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত সহীহ হাদীস বর্ণিত আছে। অধিকাংশ ফকীহগণের আমল এই হাদীসের অনুসারে রয়েছে।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الصَّدَقَةِ فِيمَا يُسْقَى بِالأَنْهَارِ وَغَيْرِهِ
حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْمَدَنِيُّ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، وَبُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ الْعُشْرُ وَفِيمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ وَبُسْرِ بْنِ سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَكَأَنَّ هَذَا أَصَحُّ . وَقَدْ صَحَّ حَدِيثُ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْبَابِ وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ عَامَّةِ الْفُقَهَاءِ .