আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭৬৯
আন্তর্জাতিক নং: ৭৬৯
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
একাধারে রোযা পালন করা।
৭৬৭. আলী ইবনে হুজুর (রাযিঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাকে একবার নবী (ﷺ) এর রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, প্রতি মাসে তিনি যখন রোযা পালন করতে থাকতেন তখন মনে হত যে বুঝি আর রোযা ছাড়ার কোন ইচ্ছা নাই। এভাবে যখন তিনি রোযা ছাড়তেন তখন মনে হত তাঁর বুঝি আর এই মাসের রোযা পালনের ইচ্ছা নাই। তাকে যদি তুমি রাত্রে নামায রত অবস্থায় ছাড়া দেখতে না চাইতে তবে সে অবস্থায়ই দেখতে পেতে আর যদি নিদ্রারত অবস্থায় ছাড়া দেখতে না চাইতে তবে সে অবস্থায়ই দেখতে পেতে। - বুখারি ১৯৭২, মুসলিম ৩/১৬২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي سَرْدِ الصَّوْمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سُئِلَ عَنْ صَوْمِ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَ كَانَ يَصُومُ مِنَ الشَّهْرِ حَتَّى نَرَى أَنَّهُ لاَ يُرِيدُ أَنْ يُفْطِرَ مِنْهُ وَيُفْطِرُ حَتَّى نَرَى أَنَّهُ لاَ يُرِيدُ أَنْ يَصُومَ مِنْهُ شَيْئًا وَكُنْتَ لاَ تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَّ رَأَيْتَهُ مُصَلِّيًا وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتَهُ نَائِمًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান