আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭৭১
আন্তর্জাতিক নং: ৭৭১
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
ঈদুল ফিতর ও কুরবানীর ঈদে রোযা পালন করা হারাম।
৭৬৯. মুহাম্মাদ আব্দুল মালিক ইবনে আবুশ শাওয়াবির (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর আযাদকৃত দাস আবু উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরবানীর দিন আমি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) কে দেখেছি যে, তিনি খুতবা প্রদানের আগে প্রথমে নামায আদায় করলেন। এরপর বললেন, আমি রাসূল (ﷺ) কে এই দুই ঈদের দিন রোযা পালন নিষেধ করতে শুনেছি। ঈদুল ফিতরের দিন হল তো তোমাদের রোযা ভঙ্গের দিন এবং মুসলিমের ঈদের দিন। ইহা আযহার দিন সেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত আহার করবে। - ইবনে মাজাহ ১৭২২, বুখারি ও মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি সহীহ। আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর মাওলা বা আযাদকৃত দাস আবু ওবায়দের নাম হলো সা’দ। তাকে আব্দুর রহমান আযহার এ মাওলাও বলা হয়। আব্দুর রহমান ইবনে আযহার হলেন, আব্দুর রহমান আওফ (রাযিঃ) এর চাচাত ভাই।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّوْمِ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ شَهِدْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي يَوْمِ النَّحْرِ بَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ صَوْمِ هَذَيْنِ الْيَوْمَيْنِ أَمَّا يَوْمُ الْفِطْرِ فَفِطْرُكُمْ مِنْ صَوْمِكُمْ وَعِيدٌ لِلْمُسْلِمِينَ وَأَمَّا يَوْمُ الأَضْحَى فَكُلُوا مِنْ لُحُومِ نُسُكِكُمْ . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَأَبُو عُبَيْدٍ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْمُهُ سَعْدٌ وَيُقَالُ لَهُ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ أَيْضًا وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَزْهَرَ هُوَ ابْنُ عَمِّ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)