আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
হাদীস নং: ৭৮৬
আন্তর্জাতিক নং: ৭৮৬
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা পালনরত ব্যক্তির নিকট পানাহার হলে তার ফযীলত।
৭৮৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... উম্মু উমরা বিনতে কা’ব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। তবে এই রিওয়ায়াতে حتى يفرغوا اويشبعوا শব্দসমূহের উল্লেখ নাই।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উম্মু উমরা (রাযিঃ) হলেন হাবীব ইবনে যায়দ আল-আনসারী (রাহঃ)-এর পিতামহী।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উম্মু উমরা (রাযিঃ) হলেন হাবীব ইবনে যায়দ আল-আনসারী (রাহঃ)-এর পিতামহী।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ مَوْلاَةٍ، لَهُمْ يُقَالُ لَهَا لَيْلَى عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ " حَتَّى يَفْرُغُوا أَوْ يَشْبَعُوا " . قَالَ أَبُو عِيسَى وَأُمُّ عُمَارَةَ هِيَ جَدَّةُ حَبِيبِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيِّ .
বর্ণনাকারী: