আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৭- সৃষ্টি জগতের সূচনা
হাদীস নং: ৩০৫৭
আন্তর্জাতিক নং: ৩২৮৭
- সৃষ্টি জগতের সূচনা
১৯৯৩. ইবলীস ও তার বাহিনীর বর্ণনা।
৩০৫৭। মালিক ইবনে ইসমাঈল (রাহঃ) .... আলকামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম, লোকেরা বলল ইনি আবু দারদা (রাযিঃ)। তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমাদের মাঝে কি সে লোক আছে যাকে নবী (ﷺ)- এর মৌখিক দু‘আয় আল্লাহ শয়তান থেকে রক্ষা করেছেন?’ অর্থাৎ আম্মার (রাযিঃ)।
كتاب بدء الخلق
باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ
3287 - حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ المُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَدِمْتُ الشَّأْمَ، فَقُلْتُ: مَنْ هَا هُنَا؟ قَالُوا أَبُو الدَّرْدَاءِ، قَالَ: «أَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، وَقَالَ: الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي عَمَّارًا
বর্ণনাকারী: