আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১০১৮
আন্তর্জাতিক নং: ১০১৮
 জানাযা-কাফন-দাফনের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১০১৮. আবু কুরায়ব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর ওফাতের পর তাঁর দাফন সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। তখন আবু বকর (রাযিঃ) বললেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু শুনেছি যা আমি ভুলি নাই। তা হলো, তিনি বলেছেন, যে স্থানে আল্লাহ তাআলা তাঁর নবীর দাফন হওয়া পছন্দ করেন সেই স্থানেই তাঁর রূহ কবয করেন। পরে সাহাবীগণ নবী (ﷺ) কে তাঁর শয্যাস্থানে দাফন করেন। 
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। রাবী আব্দুর রহমান ইবনে আবী বকর আল-মুলায়কী স্মরণ শক্তির দিক থেকে যঈফ। হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে, এটিকে ইবনে আব্বাস (রাযিঃ) ও আবু বকর (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। রাবী আব্দুর রহমান ইবনে আবী বকর আল-মুলায়কী স্মরণ শক্তির দিক থেকে যঈফ। হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে, এটিকে ইবনে আব্বাস (রাযিঃ) ও আবু বকর (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اخْتَلَفُوا فِي دَفْنِهِ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا مَا نَسِيتُهُ قَالَ  " مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَّ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ " . ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ الْمُلَيْكِيُّ يُضَعَّفُ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ فَرَوَاهُ ابْنُ عَبَّاسٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .