আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
হাদীস নং: ১০৮৮
আন্তর্জাতিক নং: ১০৮৮
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
বিবাহের ঘোষণা।
১০৮৮. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে জুমাহী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন হারাম (ব্যভিচার) ও হালাল (বিবাহ) এর মধ্যে পার্থক্য হলো ঘোষণা ও দফ ব্যবহার। - ইবনে মাজাহ
এই বিষয়ে আয়িশা, জাবির, রুবায়্যি’ বিনতে মুআওবিয (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে হাতিব (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। রাবী আবু বালজ-এর নাম হলো ইয়াহয়া ইবনে আবু সুলায়ম, এবং তাকে ইবনে সুলায়ম ও বলা হয়ে থাকে মুহাম্মাদ ইবনে হাতিব (রাযিঃ) নবী (ﷺ)-কে দেখেছেন। তখন তিনি ছোট ছেলে ছিলেন।
এই বিষয়ে আয়িশা, জাবির, রুবায়্যি’ বিনতে মুআওবিয (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে হাতিব (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। রাবী আবু বালজ-এর নাম হলো ইয়াহয়া ইবনে আবু সুলায়ম, এবং তাকে ইবনে সুলায়ম ও বলা হয়ে থাকে মুহাম্মাদ ইবনে হাতিব (রাযিঃ) নবী (ﷺ)-কে দেখেছেন। তখন তিনি ছোট ছেলে ছিলেন।
أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي إِعْلاَنِ النِّكَاحِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بَلْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ الْجُمَحِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَصْلُ مَا بَيْنَ الْحَرَامِ وَالْحَلاَلِ الدُّفُّ وَالصَّوْتُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَابِرٍ وَالرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو بَلْجٍ اسْمُهُ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ وَيُقَالُ ابْنُ سُلَيْمٍ أَيْضًا . وَمُحَمَّدُ بْنُ حَاطِبٍ قَدْ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ غُلاَمٌ صَغِيرٌ .
বর্ণনাকারী: