আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১২. দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১১৬০
আন্তর্জাতিক নং: ১১৬০
দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায়
স্ত্রীর উপর স্বামীর হক।
১১৬১। হান্নাদ (রাহঃ) ...... তালক ইবনে আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, স্বামী যদি মনোবাসনা পূরণের জন্য তার স্ত্রীকে ডাকে তবে সে যদি চুলার কাছেও থাকে তবুও যেন অবশ্যই সাড়া দেয়।

ইমাম আবু (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
أبواب الرضاع عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا الرَّجُلُ دَعَا زَوْجَتَهُ لِحَاجَتِهِ فَلْتَأْتِهِ وَإِنْ كَانَتْ عَلَى التَّنُّورِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে স্বামীর আদেশ পালন যে কত গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য বলা হয়েছে যে, স্ত্রী যদি চুলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে আর এ অবস্থায় স্বামী নিজ প্রয়োজনে তাকে ডাকে, তখন রান্নাবান্নার কাজ বন্ধ করে তার ডাকে সাড়া দিতে হবে। নিজ প্রয়োজন বলতে এমন কোনও প্রয়োজন বোঝানো হয়েছে, স্ত্রীর কাছে যা পাওয়ার অধিকার স্বামীর আছে। তার মানে অধিকারবহির্ভূত কোনও ব্যাপারে ডাকলে সে ক্ষেত্রে সাড়া দেওয়া জরুরি হবে না। এমনিভাবে শরীআত-বিরোধী কোনও কাজ করতে বললেও তা মানবে না।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান