আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৬৬
আন্তর্জাতিক নং: ১৮৬৬
বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
যে বস্তুর অধিক পরিমাণ নেশা আনয়ন করে সেই বস্তুর কম পরিমাণও হারাম।
১৮৭২। মুহাম্মাদ ইবনে বাশশার ও আব্দুল্লাহ ইবনে মুআবিয়া (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তই হারাম। যে বস্তুর মটকা পরিমাণ নেশাগ্রস্ত করে এর হাতের তালু পরিমাণ বস্তুও হারাম।
মুহাম্মাদ ইবনে বাশশার ও আব্দুল্লাহ ইবনে মুআবিয়া (রাহঃ)-এর একজন বলেছেনঃ এর এক ঢোক পরিমাণও হারাম।
এ হাদীসটি হাসান। লাঈস ইবনে আবু সুলায়ম এবং রাবী ইবনে সাবীহ (রাহঃ)-ও এটিকে আবু উসমান আনসারী (রাহঃ) থেকে মাহাদী ইবনে মায়মুন (রাহঃ)-এর অনুরূপ রিওয়ায়াত করেছেন, আবু উসমান (রাহঃ)-এর নাম হল আমর ইবনে সালিম। উমর ইবনে সালিম বলেও কথিত আছে।
মুহাম্মাদ ইবনে বাশশার ও আব্দুল্লাহ ইবনে মুআবিয়া (রাহঃ)-এর একজন বলেছেনঃ এর এক ঢোক পরিমাণও হারাম।
এ হাদীসটি হাসান। লাঈস ইবনে আবু সুলায়ম এবং রাবী ইবনে সাবীহ (রাহঃ)-ও এটিকে আবু উসমান আনসারী (রাহঃ) থেকে মাহাদী ইবনে মায়মুন (রাহঃ)-এর অনুরূপ রিওয়ায়াত করেছেন, আবু উসমান (রাহঃ)-এর নাম হল আমর ইবনে সালিম। উমর ইবনে সালিম বলেও কথিত আছে।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ الأَنْصَارِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ مَا أَسْكَرَ الْفَرَقُ مِنْهُ فَمِلْءُ الْكَفِّ مِنْهُ حَرَامٌ " . قَالَ أَبُو عِيسَى قَالَ أَحَدُهُمَا فِي حَدِيثِهِ " الْحُسْوَةُ مِنْهُ حَرَامٌ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ وَالرَّبِيعُ بْنُ صَبِيحٍ عَنْ أَبِي عُثْمَانَ الأَنْصَارِيِّ نَحْوَ رِوَايَةِ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ . وَأَبُو عُثْمَانَ الأَنْصَارِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ سَالِمٍ وَيُقَالُ عُمَرُ بْنُ سَالِمٍ أَيْضًا .